বিমান দুর্ঘটনার চার দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। দুর্ঘটনার রেশ কাটিয়ে না উঠায় রোববার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকের সামনে এখনো ভিড় করছে উৎসুক জনতা। অনেকে গেটের ফাঁকা অংশ দিয়ে দুর্ঘটনাস্থল দেখার চেষ্টা করছেন। সকাল থেকেই শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। অনেক অভিভাবক এসেছেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে। তবে প্রিন্সিপালসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্কুলের কয়েকজন শিক্ষক জানান, উচ্চ মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস চালুর পরিকল্পনা থাকলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় আরও দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল গণমাধ্যমকে জানান, “দুর্ঘটনার পর শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত তাদের জন্য মনোবিজ্ঞানভিত্তিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিখোঁজ থাকা পাঁচজনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আর কেউ নিখোঁজ নেই।
এদিকে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কৌতূহলের কারণে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে ভিড় লেগে আছে। তবে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে অভিভাবক, শিক্ষক ও প্রশাসন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত