রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনই স্কুলটির শিক্ষার্থী, বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে। বাকি দুজন হলেন বিমানটির পাইলট ও এক নারী শিক্ষিকা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে শিক্ষার্থীরা দগ্ধ হন। পরে সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ চালায়।
সরকার ইতোমধ্যে আজকের দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। সব শিক্ষা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত