1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজদের তথ্য দিতে স্কুল কর্তৃপক্ষের অনুরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো কেউ নিখোঁজ থাকলে তা জানাতে অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানটির পরিচালক রাসেল তালুকদার জানান, নিখোঁজ শিক্ষার্থীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো অভিভাবক যদি সন্তানের খোঁজ না পান, তাহলে স্কুলের ৫ নম্বর ভবনে গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, “এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্যান্য শ্রেণির ক্লাস কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”

বিধ্বস্তের ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোন স্কুলের সামনে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা কর্মীরা সাংবাদিক ও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। প্রতিষ্ঠানটির ভেতরে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!