ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিক একটি হত্যাকাণ্ডে দুই শিশু সন্তানসহ এক মাকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের টিএনটি রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি পৌর এলাকার পনাশাইল রোডে হাইয়ুম মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার সকালে কাজ থেকে ফিরে এসে বাসার দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ দেখতে পান তিনি।
ঘটনার পর খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, "মা ও দুই শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।"
এদিকে, ঘটনার পর থেকে একই বাড়ির পাশের কক্ষে বসবাসকারী রফিকুল ইসলামের ভাই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত