আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের জন্য জমা পড়া ২৩৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আজ জানা যাবে।
আজ শনিবার (০৩ জানুয়ারি) প্রার্থীদের যোগ্যতা–অযোগ্যতা এবং হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ শেষে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ ঘোষণা বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।
রাজধানীর দুটি পৃথক স্থানে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আর ঢাকা জেলার বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এর সম্মেলন কক্ষে।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, শনিবারই মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, সহকারী রিটার্নিং অফিসাররা ইতোমধ্যে প্রার্থীদের হলফনামাসহ সব তথ্য চূড়ান্তভাবে প্রস্তুত করে রেখেছেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ৪ জানুয়ারি (রোববার) এর মধ্যে দেশব্যাপী সব সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।