গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রশিদুল বারী, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো এবং কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। একই স্থানে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়, যেখানে চারু ও কারু শিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শিত হয়।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বাদ জোহর ও সুবিধামতো সময়ে জাতির শান্তি, অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
দুপুরে হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।