
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
গত তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত সেখানেই চলবে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার চিকিৎসার সর্বশেষ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শ নিয়ে যৌথভাবে চিকিৎসা পরিচালনা করা হচ্ছে।
ডা. জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন। তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ পরিবারের সদস্যরা এবং দলীয় নেতারা পাশে রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply