চীন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে। শনিবার মধ্যরাতের পর চালানো এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে বেইজিং। আজ রোববার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘‘যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।’’
চীন আরও জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র তত্ত্বাবধানে থাকা ইরানের স্থাপনাগুলোতে হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এ বিষয়ে চীন তীব্র প্রতিবাদ জানায়।
বেইজিং সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে, যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানায়। পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।’’