আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ (Visa on Arrival) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।
এ সিদ্ধান্তের প্রেক্ষিতে যেসব দেশের নাগরিকরা এতদিন বাংলাদেশে আসার পর ভিসা সুবিধা পেয়ে আসছিলেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো বিবৃতি প্রকাশ করেছে।
এর অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা বন্ধ থাকবে।