
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই ব্যবহৃত ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়, ফলে গণনা কার্যক্রম আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু ত্রুটির কারণে কোনো মেশিনই কার্যকরভাবে ব্যবহার করা যায়নি।
উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ভোট গণনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে একটি মক ভোটের আয়োজন করা হয়। ওই মক ভোট শেষে ওএমআর মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত দেন।
সে সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন এবং তাতে স্বাক্ষরও প্রদান করেন। তবে পরদিন ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল অবস্থান পরিবর্তন করে ম্যানুয়ালি ভোট গণনার দাবি তোলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply