উপদেষ্টা পরিষদ ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। এর ফলে এখন থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশের সব যোগ্য নাগরিক ভোটার হওয়ার সুযোগ পাবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, যাদের বয়স প্রতি বছর ডিসেম্বরের মধ্যে ১৮ বছর পূর্ণ হয়, তাঁরা পরবর্তী জানুয়ারিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পান। নতুন এই খসড়া অনুমোদনের মাধ্যমে সেই সময়সীমা সম্প্রসারিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত