
গৃহযুদ্ধ, সহিংসতা ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর সন্দেহের মধ্যেই প্রতিবেশী দেশ মিয়ানমারে আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাতের পর প্রথম জাতীয় নির্বাচন। নোবেল বিজয়ী অং সান সু চির সরকার উৎখাতের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের কিছু অংশের ভোটাররা আজ ভোট দিচ্ছেন। সমালোচকরা এই নির্বাচনকে দেশটির জেনারেলদের সামরিক শাসনকে বৈধতা দেয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
সামরিক সরকারের ঘোষণা অনুযায়ী, মিয়ানমারের জাতীয় নির্বাচন হবে তিন ধাপে। রোববার প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপ আগামী বছরের ১১ জানুয়ারি এবং ২৫ জানুয়ারি তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে।
দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ সেনানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা উভয় নির্বাচনের ভোট চলছে।
এবার দেশটির মোট ৩৩০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬৩ এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সেনানিয়ন্ত্রিত এলাকায় ভোট হচ্ছে; অন্যান্য এলাকা সশস্ত্র বিদ্রোহীদের দখলে রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply