বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যিক অধ্যায়ের অবসান ঘটিয়ে আজ মহাকালের পথে যাত্রা করছেন আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যে জনপদে তিনি দীর্ঘকাল গণতন্ত্রের পতাকা বহন করেছেন, আজ সেই মাটির কোলেই তিনি আশ্রয় নিতে যাচ্ছেন তাঁর জীবনসঙ্গী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। জীবনে যারা ছিলেন একে অপরের ছায়া, মরণেও তারা আজ ইতিহাসের একই আঙ্গিনায় সমাহিত হতে চলেছেন।
জানাজা প্রস্তুতির প্রাঙ্গণ:- আজ বেলা ২টার সময় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহীয়সী নারীর নামাজে জানাজা। সকাল থেকেই রাজধানী ঢাকার রাজপথগুলো যেন এক বিষণ্ণ শোকের মিছিলে রূপ নিয়েছে। জিয়া উদ্যান থেকে শুরু করে সংসদ ভবন এলাকা ছাড়িয়ে জনস্রোত আছড়ে পড়ছে আশপাশের প্রতিটি অলিতে-গলিতে। লক্ষ লক্ষ মানুষের পদভারে আজ কম্পিত রাজপথ, কিন্তু সবার চোখেমুখেই আজ কেবল প্রিয় নেত্রীকে হারানোর গভীর শোক।
জানাজায় উপস্থিত থাকবেন রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ:- দেশের এই সংকটময় এবং ঐতিহাসিক মুহূর্তে জানাজায় অংশ নিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাতে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধানসহ সামরিক ও আধা-সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই শোকাতুর জমায়েতে শামিল হওয়ার কথা রয়েছে। দল-মত নির্বিশেষে আজ যেন পুরো বাংলাদেশ এক কাতারে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছে দীর্ঘ সংগ্রামের এক প্রতীককে।
পাশাপাশি দুই কবরের কাব্যিক চয়নিকার ব্যঞ্জনা:- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই প্রস্তুত করা হয়েছে বেগম খালেদা জিয়ার শেষ শয্যা। এটি যেন কেবল দুটি কবরের সান্নিধ্য নয়, বরং বাংলাদেশের ইতিহাসের দুই অবিচ্ছেদ্য চরিত্রের চিরস্থায়ী মিলনস্থল। ঘাত-প্রতিঘাত আর চড়াই-উতরাই পেরিয়ে তারা আবার এক হচ্ছেন মাটির পরম মমতায়। "জীবন যাকে বিচ্ছেদ দিয়েছিল বারবার, মৃত্যু তাকে ফিরিয়ে দিচ্ছে চিরস্থায়ী বন্ধন।"
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনসমুদ্রের আহাজারি:- সকাল থেকেই দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়। কারও হাতে কালো ব্যাজ, কারও চোখে অশ্রু। মানিক মিয়া এভিনিউতে তিল ধারণের জায়গা নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজ পুরো দেশ দোয়ায় মগ্ন। ইতোমধ্যেই সরকার তিন দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সারা বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
সর্বপরি, কোটি কোটি মানুষের রাজনৈতিক দলীয় হৃদয়ের স্পন্দন, মাটি ও মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শেষ বিদায়ের ক্রান্তিলগ্নে একটি-ই চাওয়া তাদের এই প্রাণ-প্রিয় নেত্রীকে যেন মহান আল্লাহ্ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন- দোয়ান্তে এই প্রার্থনা আজ কোটি মানুষের হৃদয় সমস্বারিত কণ্ঠে।