1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধ: সংবাদ ও ভিডিও প্রচারে কড়াকড়ি নির্দেশনা জারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংবাদ প্রচার ও ভিডিও প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরায়েল সরকার। কী ধরনের সংবাদ বা ভিডিও প্রচার করা যাবে এবং কী যাবে না—তা নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন।

বুধবার (১৮ জুন) দেশটির ব্রিগেডিয়ার কোবি মেনডেব্লিট এই নির্দেশনার ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা। নির্দেশনাটি ‘রাইসিং লায়ন’ নামে পরিচিত, যা ইসরায়েল সরকার ‘মিডিয়া কভারেজের গাইডলাইন’ হিসেবে ব্যাখ্যা করেছে।

নতুন নির্দেশনায় ইসরায়েলি সাংবাদিকদের জানানো হয়েছে, এমন কোনো সংবাদ বা ভিডিও প্রচার করা যাবে না যা ‘শত্রুকে সহায়তা করতে পারে’ কিংবা ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’ তৈরি করে।

ইসরায়েলে সাংবাদিকতা ও সংবাদ প্রচারে পূর্বেও নিয়ন্ত্রণ ছিল, তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়ায় এই নতুন নির্দেশনায় আরও কড়াকড়ি আরোপ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট