বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ ৪০ বছর পূর্তি উপলক্ষে কানাডা ট্যুরে যাচ্ছে। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে ‘ওয়ারফেজ লাইভ ইন কানাডা’ শীর্ষক এই কনসার্ট সিরিজ ৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত কানাডার ১০টি শহরে অনুষ্ঠিত হবে।
২৬ সেপ্টেম্বর টরন্টোয় হবে ‘ওয়ারফেজ লাইভ ইন টরন্টো’, যা কানাডায় সর্ববৃহৎ বাংলা রক কনসার্ট হিসেবে আয়োজন করা হচ্ছে। এমএনসির কর্ণধার মোস্তাফিজুর রহমান ও আনসার রহমান জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা গানের আবেদন বাড়ানো এবং বাংলাদেশি শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই তাদের লক্ষ্য।
ওয়ারফেজের প্রতিষ্ঠাতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ৪০ বছরের পথচলা সহজ ছিল না, তবে শ্রোতা, ভক্ত ও সদস্যদের ভালোবাসাই তাদের অনুপ্রেরণা। আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে স্পনসর ও প্রচারণায় রয়েছে কুল এক্সপোজার। বিস্তারিত ও টিকিট: mncentertainment.ca/warfazeconcert