১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণকারী সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। পুলিশ বারবার সরে যাওয়ার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সকাল ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভাইভায় অংশ নেওয়া ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে পরিকল্পিতভাবে ফেল করানো হয়েছে। এই অভিযোগ তুলে গত ১৫ জুন থেকে এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।
তাদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত