প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১১:২৭ এ.এম
তরমুজের বীজ: প্রকারভেদ ও সংরক্ষণ পদ্ধতি
বীজের ধরন:
তরমুজের বীজ তিন ধরনের হতে পারে— কালো (সাধারণ), লাল (বিরল) ও সাদা (কাঁচা)।
সংরক্ষণ পদ্ধতি:
- শুষ্ক ও ঠান্ডা পরিবেশ: ২০°C এর নিচে এবং সরাসরি সূর্যের আলো এড়িয়ে সংরক্ষণ করুন।
- বায়ুরোধী পাত্র: আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে বায়ুরোধী পাত্র ব্যবহার করুন।
- দীর্ঘমেয়াদী সংরক্ষণ: জিপলক ব্যাগ বা কন্টেইনারে ফ্রিজে রাখলে বীজ দীর্ঘদিন ভালো থাকে।
সাধারণ ভুল:
- অতিরিক্ত আর্দ্রতা: ফাঙ্গাস থেকে বাঁচাতে শুকনো রাখতে হবে।
- খোলা স্থানে সংরক্ষণ: বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার কারণে বীজ নষ্ট হতে পারে, তাই বায়ুরোধী সংরক্ষণ জরুরি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত