1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

উপকূলীয় ১৫ জেলায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বাংলাদেশের উপকূলীয় ১৫টি জেলায় ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। অমাবস্যা এবং বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের কারণে এই সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল এবং আশপাশের দ্বীপ ও চরাঞ্চলগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং নতুন তথ্য পাওয়া মাত্রই সর্বসাধারণকে হালনাগাদ তথ্য জানিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!