দেশের দক্ষিণ ও উপকূলীয় ছয়টি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।