1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

মে মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মে মাসজুড়ে সারাদেশে একাধিক তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৩০ এপ্রিল) আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপে এবং সেখান থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি আরও জানান:

  • দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় এবং

  • ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে তিনি বলেন:

  • দেশের কোথাও কোথাও মে মাসে

    • ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭°C),

    • ১ থেকে ৩টি মাঝারি (৩৮-৩৯.৯°C) এবং

    • ১ থেকে ২টি তীব্র (৪০°C এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এসময় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট