রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের নিচে পড়ে পথচারীর মৃত্যুতে নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে, মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, মেট্রোরেল এবং দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
রিট আবেদনে বলা হয়, মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাই না হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই এসব অবকাঠামোর মান নিশ্চিত করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।