
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১২ নেতার বহিষ্কার ও দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে দলীয় কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট নেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান পৃথক স্বাক্ষরে এ আদেশ প্রদান করেন।
বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—
উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা মো. রাসেল শিকদার, কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হাসানাত ডালিম, ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাস্টার মো. হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মো. বরকত উল্লাহ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, বিএনপি নেতা মো. রেজোয়ান হোসেন, মো. জাফর বাহাদুর, হুমায়ুন হাজরা, আবু সাঈদ খান ও মো. সোহেল মল্লিক।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল জানান, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply