1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

জমিজমা নিয়ে বিরোধে হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঢাকার হাজারীবাগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে হাজারীবাগের বেরিবাঁধ কালুনগর ময়লার ডিপু এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

নিহত রওশন আরা কালুনগর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের স্ত্রী। তার বাবার নাম মৃত খোদাবক্স।

রওশন আরার মেয়ে রুনা আক্তার জানান, ‘জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। কিছুদিন আগে তারা আমাদের বাড়ির বৈদ্যুতিক তার কেটে দেয়। গতকাল রাতে আব্দুর রহিম, রাকিব, আব্দুর রহমানসহ ৫-৬ জন আমার মাকে পাইপ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।’

ঘটনার বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, ‘পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!