আজ ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ১০ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে একটি বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা, যা আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (HRDS)।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গুম ও গণ তদন্ত কমিশনের সদস্য এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব নূর খান লিটন।
অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ইমরুল হাসান
HRDS-এর প্রোগ্রাম অফিসার তামিম খান
ইয়ুথ এংগেজমেন্ট অফিসার সিফাত উল্লাহ
প্রধান বক্তা নূর খান লিটন তাঁর বক্তব্যে বাংলাদেশের অতীত ও বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন,
"ভবিষ্যতের মানবাধিকার পরিস্থিতি নির্ধারিত হবে এই তরুণ মানবাধিকার রক্ষকদের ভূমিকার উপর। যদি তারা মনে করে—আর কারো গোলামী নয়, তাবেদারি নয়—মানুষের জন্য কাজ করবে, তাহলেই দেশে মানবাধিকারের বাস্তব উন্নয়ন ঘটবে।"
শেষে প্রধান অতিথি অধ্যাপক পারভীন সুলতানার সমাপনী বক্তব্য ও ফটো সেশনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত