1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পালিত

কাইউম, রিপোর্টার, চুয়াডাঙ্গা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার (১৪ জুলাই) চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও থিম সং ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, প্রেস ক্লাব সম্পাদক বিপুল আশরাফসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলায় ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন হামিদুন নাহার এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরা।

মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য সদর উপজেলার ইউএনও মো. খায়রুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিসার ও অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট