1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

“আপনি ব্যক্তি ইউনূস নন, ১৮ কোটির মানুষের ড. ইউনূস” — জয়নুল আবদিন ফারুক

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

ঢাকা, ২৩ মে — বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. ইউনূস শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। তিনি আরও বলেন, বিএনপি তাঁর ব্যক্তিগত পদত্যাগ চায় না, বরং দেশের স্বার্থে প্রশ্ন তুলছে তাঁর ভূমিকা নিয়ে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর আয়োজনে এক মুক্ত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, “আপনি ব্যক্তি ইউনূস নন। আপনি নোবেল জয়ী, আপনি আমাদের গর্ব। কিন্তু গতকাল সংবাদপত্রে দেখলাম—জানি না কতটা সত্য—আপনি নাকি এনসিপির এক নেতাকে বলেছেন, ‘আমার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই’। এতে আমি সত্যিই বিস্মিত হয়েছি, মনটা খারাপ হয়েছে।”

তিনি আরও বলেন, “আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য। কিন্তু ৯ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো নির্বাচনের রোডম্যাপ নেই। জনগণ জানতে চায়, কেনো আপনি সেই পথে এগোতে পারলেন না, ব্যর্থতার কারণ কী?”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আমাদের দল আপনাদের পদত্যাগ দাবি করে না—আমরা চাই আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করুন। কিন্তু যখন নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করতে পারেনি, তখন জনগণের প্রশ্ন তোলা স্বাভাবিক। এজন্যই আমরা বলেছি, তিনজন উপদেষ্টার পদত্যাগ জরুরি হয়ে পড়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট