1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

কাতার সফর ও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে ঢাকায় ফিরলেন ড. ইউনূস

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ছবিঃ সংগৃহীত

চার দিনের কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় পৌঁছে।

শুক্রবার কাতারের দোহা থেকে রোমে যান ড. ইউনূস। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তিনি অংশ নেন। এরপর ভ্যাটিকানে কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাডের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস। তারা পোপের দারিদ্র্য বিমোচন ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের কথা স্মরণ করে ড. ইউনূসের কাজের প্রশংসা করেন।

এছাড়া, জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসির সঙ্গে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। একইদিনে ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনের সঙ্গেও তার বৈঠক হয়। বৈঠকগুলোতে বৈশ্বিক বাণিজ্য ও এশিয়া-লাতিন আমেরিকার সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!