1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে মদিনা আবাসিক এলাকার সামনে।

নিহত সাজ্জাদ তক্তারপুল এলাকার বাসিন্দা আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। স্থানীয়ভাবে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। এতে একজন নিহত হয়েছেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান উদ্দিনের অনুসারীরা।
রাতে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশার অনুসারীরা সেটি নামানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলাগুলি হয়।

সংঘর্ষে সাজ্জাদসহ আট থেকে ১০ জন গুলিবিদ্ধ হন। রাতজুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

স্থানীয়দের মতে, এমদাদুল হক বাদশা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। দখল ও চাঁদাবাজির অভিযোগে কয়েক মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

নিহতের বড় ভাই ইমরান জানান, “রাত ২টার দিকে মায়ের ফোনে খবর আসে হাসপাতালে যেতে। সেখানে গিয়ে সাজ্জাদকে মৃত দেখি। আমি তখন বাসায় ছিলাম না, সে কখন বের হয়েছিল মা জানেন। তিনি এখন খুব অসুস্থ, কথা বলার মতো অবস্থায় নেই।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইখতিয়ার উদ্দিন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!