কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিলেও ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেওয়ায় উড়োজাহাজটির ঢাকায় পৌঁছানো বিলম্বিত হতে পারে। বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা থাকলেও সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এদিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় নেমে তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।
টানা এগার দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বৃহস্পতিবার সিদ্ধান্ত নেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হবে। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, জানুয়ারির মতো এবারও কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে এবং লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে ভর্তির প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরাও থাকবেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সে ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেওয়ায় এর ঢাকায় পৌঁছানো দেরি হতে পারে। ফলে খালেদা জিয়ার লন্ডনযাত্রা শুক্রবার সকাল ১০টার পরও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এয়ার অ্যাম্বুলেন্সে করেই চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ৬ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।