
টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন।
এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আন্দোলনকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁশি বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করতে উদ্যোগ নেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।
দুপুর ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন। তারা হ্যান্ডমাইক ব্যবহার করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং উপদেষ্টাকে ঘিরে রাখেন।
যদিও সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বারবার নির্দেশনা জারি করা হয়েছে, তবুও মঙ্গলবার বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ আন্দোলনে অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply