1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছে ইসি

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন।

ইসি সূত্র জানিয়েছে, আগামী বছরের ৮ অথবা ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়টি অবহিত করেছে কমিশন। এর পরই সিইসির ভাষণ রেকর্ড করা হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। বাগেরহাটের আসন নিয়ে আদালতের নির্দেশনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “আমরা তফসিল ঘোষণা দেব। কোনো আসন বাদ দিতে হলে সেটাও দেওয়া হবে—এতে অসুবিধা নেই।”

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের অন্য সদস্যরা হলেন– আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। সচিব হিসেবে দায়িত্বে আছেন আখতার আহমেদ।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সচিব আখতার আহমেদ জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ব্যালটের রং, ভোট গণনার পদ্ধতি, নিবন্ধিত রাজনৈতিক দল, ভোটার তালিকা এবং ভোটের সময় বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। এসব বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

সচিব জানান, রাষ্ট্রপতি বিশেষভাবে জানতে চেয়েছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর প্রক্রিয়া ও প্রযুক্তিগত দিক। কমিশনের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট হন এবং বলেন, “সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন করতে যত সহযোগিতা দেওয়া প্রয়োজন—তার চেয়ে বেশি দেবেন, কম নয়।”

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!