1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

আমুয়া ইউনিয়নে বিএনপির আলোচনা সভা: দলে শৃঙ্খলা ও ত্যাগের আহ্বান

মোঃ মুজাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

আমুয়া ইউনিয়নে গত ১৭ জুন’২৫ রোজ মঙ্গলবার বিকাল ৫.১৫ ঘটিকায় বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা দলের শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রথমেই নেতৃবৃন্দ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বন্ধের বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা বলেন, দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এছাড়াও বক্তারা অভিযোগ করেন, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও বিএনপির অনেক নেতা-কর্মী এখনো মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় রয়েছেন।

নতুন সদস্যদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়ে নেতারা বলেন, কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে অসদুপায়ে কোনো কিছু অর্জনের চেষ্টা না করে। দলের ভেতরে কেউ যেন কাউকে শোষণ না করে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা আগত সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি নেতা পলাশ গোলদার তার বক্তব্যে বলেন, তিনি কখনো কোনো পদ-পদবীর জন্য কাজ করেননি, বরং দলের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে দলের জন্য ত্যাগ স্বীকারের অনুপ্রেরণা জোগান এবং বলেন, দলের কাজে ব্যক্তিগত ব্যয়ও করতে হবে। এই মানসিকতা লালন করতে হবে।

পলাশ গোলদার এক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, একসময় পুলিশ শাহজাহান মেম্বারের সাথে করা একটি গণজমায়েত নিয়ে তাকে প্রশ্ন করেছিল—কার অনুমতিতে এমন আয়োজন করা হয়েছে? তিনি উত্তরে বলেন, তিনি নিজের টাকায় এ আয়োজন করেছেন কারো অনুমতি নেবার প্রয়োজন নেই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কর্নেল মো: মুস্তাফিজুর রহমান (অব:) কেন্দ্রীয় বিএনপি নেতা,প্রধান বক্তা জনাব গোলাম আজম সৈকত (সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা),বিশেষ অতিথি মিজানুর রহমান আকন (সাবেক সহ-সভাপতি, কাঠালিয়া) সহ আরো বিশেষ ব্যক্তিগণ।

সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নেতারা দলের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!