গাজায় ইসরায়েলের হামলার প্রতিশোধে বৃহস্পতিবার (২০ মার্চ) তেল আবিব লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে নিক্ষিপ্ত তিনটি রকেটের একটি ভূপাতিত করা হয়েছে, বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, ইয়েমেনের হুতিরা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা ইসরায়েল ধ্বংস করার দাবি করেছে।