1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ঈদের ছয় সিনেমা: কমেছে প্রচারণা, কমেছে আলোচনা

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি দুই ঈদের মৌসুমেই কিছুটা প্রাণ ফিরে পায়। তবে এবার গত বছরের তুলনায় সিনেমার সংখ্যা কম—ঈদে মুক্তি পাচ্ছে মাত্র ছয়টি সিনেমা। প্রচারণার ঘাটতির কারণে আলোচনাও কম।

শাকিব খানের দ্বৈরথ:
এবার ঈদে শাকিব খানের দুটি সিনেমা—‘বরবাদ’ (মেহেদী হাসান হৃদয়) ও ‘অন্তরাত্মা’ (ওয়াজেদ আলী সুমন)। তবে শাকিব নিজের বরবাদ সিনেমার প্রচারে থাকলেও অন্তরাত্মার কোনো প্রচারণা করেননি।

প্রধান প্রতিদ্বন্দ্বিতা:
মূল লড়াই হবে ‘বরবাদ’ (শাকিব খান), ‘দাগি’ (আফরান নিশো) ও ‘জংলি’ (সিয়াম আহমেদ)—এই তিন সিনেমার মধ্যে। সিঙ্গেল স্ক্রিনে বরবাদ এগিয়ে থাকলেও, সিনেপ্লেক্সে জ্বীন থ্রিচক্কর ৩০২ চমক দেখাতে পারে।

প্রচারস্বল্পতা:
ঈদের তিন দিন আগেও বেশির ভাগ সিনেমার পোস্টার প্রকাশ হয়নি। প্রচারণায় মাঠে না নেমে কলাকুশলীরা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেই দায়িত্ব সারছেন।

হিট গান:
ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘জ্বীন থ্রি’-এর ‘কন্যা’ গানটি (ইমরান মাহমুদুল ও কনা) সবচেয়ে জনপ্রিয়। গানটি ইউটিউবে ২৫ লাখের বেশি ভিউ পেয়েছে, ফেসবুক-টিকটকে ট্রেন্ডিং। এছাড়া ‘বরবাদ’-এর ‘দ্বিধা’ গানটিও কিছুটা আলোচনায়।

গত রোজার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেলেও এবার সংখ্যা কমে ছয়ে নেমেছে। সিনেমার সংখ্যা ও প্রচার কম থাকায় দর্শকের আগ্রহও তুলনামূলক কম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!