সরকারের ঘোষিত ৫ দিনের ঈদুল ফিতরের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও এক দিন যোগ হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাকশিল্পের লেনদেন নিশ্চিত করতে ২৮ ও ২৯ মার্চ ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।
২৮ মার্চ ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, লেনদেন চলবে ১২টা পর্যন্ত। ২৯ মার্চ ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত, লেনদেন হবে ১টা পর্যন্ত।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দরের ব্যাংক শাখা ২৪/৭ চালু থাকবে, তবে ঈদের দিন বন্ধ থাকবে।