1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

ঈদ ঘিরে রেমিট্যান্স প্রবাহে উর্ধ্বগতি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে প্রবাসী আয়। মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,৪৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড়ে প্রতিদিন এসেছে ১২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (২০২৪-২৫) আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট ১,৮৪৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি।

গত ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ কোটি ডলার। ধারাবাহিকভাবে আট মাস রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের বেশি থাকছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের পর অর্থপাচার ও হুন্ডি কমেছে, ফলে বৈধপথে রেমিট্যান্স বাড়ছে। পাশাপাশি, ঈদকে কেন্দ্র করেও আয় বাড়ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট