1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৮০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে।

সোমবার (৩১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজার মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন, গত রোববার, ৫৩ জন নিহতের মরদেহ গাজার হাসপাতালে আনা হয়েছে।

এছাড়া, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩০৫ জন আহত হয়েছেন। এতে করে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা বহু মানুষকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!