
ভারতীয় জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে চলছে একের পর এক আলোচনার ঝড়। সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে বিরোধের জেরে সিরিয়ালের প্রধান নারী চরিত্র দিতিপ্রিয়া রায় আগেই সরে দাঁড়িয়েছেন। পুরো সপ্তাহজুড়ে নায়িকাহীন অবস্থায় সেটে কাজ চললেও নতুন অপর্ণা হিসেবে শিরিন পালকে নিয়ে দর্শক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এই বিতর্কের মধ্যেই শনিবার (২৯ নভেম্বর) সকালে ফেসবুক ভিডিও বার্তায় বড় ঘোষণা দেন অভিনেতা জীতু কমল। তিনি জানান,
“খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না।”
দিতিপ্রিয়ার নাম সরাসরি উল্লেখ না করলেও ‘নায়িকা বদল’ ইস্যুতে জীতু বলেন, চ্যানেল ও প্রযোজনা সংস্থা একটি চ্যালেঞ্জ নিয়েছে। বিষয়টির বিস্তারিত জানাতে না চাইলেও তিনি দর্শকদের অনুরোধ করেছেন কিছুদিন সিরিয়ালের সঙ্গে থাকতে—কারণ কলাকুশলীরা তাদের জীবিকা এই কাজের ওপর নির্ভর করে।
জীতু বলেন,
“দর্শকরা যদি আমাদের সঙ্গেই থাকেন, তবেই আমার টিমের দিন আনে দিন খাওয়া কলাকুশলীরা নিজেদের কাজ চালিয়ে যেতে পারবেন। চাইবো, আপনারা সিরিয়ালের নামের মতোই—‘চিরদিনই তুমি যে আমার’—আমাদের পাশে থাকবেন।”
নতুন নায়িকা শিরিন পালের জন্যও দর্শকের আশীর্বাদ কামনা করেন তিনি।
“আজ থেকে এক নতুন শিল্পীর যাত্রা শুরু। অনুরোধ করছি, ওকে আশীর্বাদ করুন।”
জীতুর আকস্মিক ঘোষণা সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তাহলে কি শিগগিরই শেষ হতে যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’? এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা না গেলেও ভক্তরা ইতিমধ্যে জানাতে শুরু করেছেন—টিভি পর্দায় জীতুকে তারা গভীরভাবে মিস করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply