
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি যথাযথভাবে এগোচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। পরে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিশনের সার্বিক প্রস্তুতি, অগ্রগতি এবং নতুন উদ্যোগ উপস্থাপন করা হয়েছে। প্রতিনিধি দলকে জানানো হয় যে ভোটগ্রহণের প্রয়োজনীয় সব সামগ্রী প্রস্তুত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগোচ্ছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে নতুন সংযোজন। এছাড়া আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ব্যবস্থার মাধ্যমে প্রায় ১০ লাখ ভোটার—আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবীসহ অন্যান্য অবস্থানরত ভোটার—ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট আয়োজনের অতিরিক্ত দায়িত্ব থাকলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানায় কমিশন। প্রতিনিধি দল কমিশনের পরিকল্পনা ও ব্যবস্থাপনাকে সন্তোষজনক বলে উল্লেখ করে এবং আশা প্রকাশ করে যে কমিশন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবে।
নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে; গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য সরবরাহ চলছে এবং প্রয়োজনে কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানানো হয়। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে কমিশন। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে এবং একটি সর্বজনগ্রাহ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সূত্র: বাসস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply