যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা বিভাগ বিলুপ্তির আদেশে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) এক অনুষ্ঠানে তিনি এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। তবে আদালতের চ্যালেঞ্জ ও সাংবিধানিক বাধার মুখে পড়তে পারে এই সিদ্ধান্ত।
ডেমোক্র্যাটরা এই পদক্ষেপকে “শিক্ষার্থীদের ক্ষতির প্রচেষ্টা” হিসেবে নিন্দা জানিয়েছেন। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার একে ট্রাম্পের সবচেয়ে ধ্বংসাত্মক সিদ্ধান্তগুলোর একটি বলে মন্তব্য করেছেন।
এ আদেশ বাস্তবায়নে শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য কংগ্রেসে পেশ করা হবে।