স্বল্পমেয়াদি সংস্কারে রাজনৈতিক দলগুলো সম্মত হলে আগামী ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে দীর্ঘমেয়াদি সংস্কার চাইলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে।
বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত হন।
ড. ইউনূস বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য— প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনঃনির্ধারণ। তিনি দেশের দুর্বল স্বাস্থ্যসেবার দিকে ইঙ্গিত করে বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রায় অকার্যকর, যেখানে যুক্তরাজ্য বড় ভূমিকা রাখতে পারে। নার্সের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এছাড়া তিনি ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে যুক্তরাজ্যের সমর্থন চান, যাতে স্বল্প খরচে সামাজিক ব্যবসার মডেলে উৎপাদন করা যায়।
বৈঠকে শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা ও বিমান খাতসহ কৌশলগত অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস বলেন, নারীর ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে রয়েছে।
ব্যারোনেস উইন্টারটন চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্যের সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংবিধান সংস্কার ইস্যুতে প্রধান আলী রিয়াজের সঙ্গেও বৈঠক করেন।