
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি মূল্যায়ন, পাশাপাশি তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পর্যালোচনা সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভা শেষে যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া নির্বাচন প্রক্রিয়া, প্রশাসনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ের সমন্বয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, রোববারের এই সভাতেই তফসিলের সময়সূচি নির্ধারণ হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply