
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার রায় ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “স্থানীয়ভাবে ভারতীয় হাইকমিশন এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাইবে ঢাকা। যে কোনো মুহূর্তে দিল্লিকে চিঠি পাঠানো হবে। এরপর ভারতের প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ভারত সফরকালে নিরাপত্তা উপদেষ্টা চাইলে এ বিষয়ে আলোচনা করতে পারেন—তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে ঢাকা।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তর করতে ভারত সরকারকে বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা।”
বিবৃতিতে আরও বলা হয়, “দুই দেশের বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে ভারত সরকারের অনতিবিলম্বে এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা উচিত।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply