গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কিছু রাজনৈতিক দল ও নতুন সংগঠনের নেতিবাচক বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে মনোভাব তৈরি করছে, যা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে।
সোমবার বরিশালে গণ অধিকার পরিষদের কর্মিসভায় তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার নেই, যা ষড়যন্ত্রের সুযোগ তৈরি করছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির মতো সংগঠনগুলোর সেনাবিরোধী বক্তব্য পরিস্থিতিকে জটিল করতে পারে।
নুর দাবি করেন, কিছু ছাত্রনেতা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, অথচ সেটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি জাতীয় নাগরিক কমিটিকে বিষয়টি তদন্ত করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।