1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লিখেছেন, আগে নিকাহ রেজিস্ট্রার হওয়ার সুযোগ শুধু আলিম সনদধারী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় সংশোধন এনে সুযোগটি সম্প্রসারণ করেছে। ফলে আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারীরাও এই পদে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রচলিত প্রধান দুটি মাদ্রাসা ব্যবস্থার একটি হলো কওমি মাদ্রাসা। মুসলিম সমাজের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এসব ইসলামি শিক্ষাকেন্দ্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং দারুল উলুম দেওবন্দের আদর্শ ও শিক্ষানীতি অনুসরণ করে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!