1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নির্ধারিত সময়েই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছাবে: এনসিটিবি

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সমন্বিত আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে নির্ধারিত সময়েই দেশের সব শিক্ষার্থীর হাতে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভায় পূর্ববর্তী মতবিনিময় সভায় আলোচিত সমস্যাগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। সরবরাহকৃত পাঠ্যপুস্তকের বিল দ্রুত পরিশোধের বিষয়ে মুদ্রণ প্রতিষ্ঠান মালিকদের আশ্বস্ত করা হয়। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বই পরিবহন ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনকে যুক্ত করা এবং সাপ্তাহিক ছুটির দিনেও মাঠ পর্যায়ে পাঠ্যপুস্তক গ্রহণের ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়। বই পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাকে মুদ্রণ প্রতিষ্ঠান থেকে পূর্বে অবহিত করার বিষয়টিও সিদ্ধান্তে অন্তর্ভুক্ত হয়। পাঠ্যপুস্তক সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্থান নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।

মুদ্রণ প্রতিষ্ঠান মালিকরা শিক্ষাবর্ষের শুরুতেই মানসম্মত পাঠ্যপুস্তক সরবরাহের আশ্বাস দেন। তারা জানান, বিদ্যমান কিছু প্রতিবন্ধকতা দূর হলে মুদ্রণ, বাঁধাই ও বিতরণ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

সভায় জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত বই পৌঁছানো এনসিটিবির সর্বোচ্চ অগ্রাধিকার। মুদ্রণ, বাঁধাই ও বিতরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখতে এনসিটিবি নিয়মিত মনিটরিং করছে। পাশাপাশি নিরপেক্ষ ইন্সপেকশন ফার্ম (পিডিআই) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশেষ মনিটরিং টিম মাঠ পর্যায়ে তদারকি করছে এবং প্রেস মালিকদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে।

২০২৬ শিক্ষাবর্ষের বই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় এনসিটিবি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সম্প্রতি এনসিটিবি অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে মুদ্রণ প্রতিষ্ঠান মালিকদের মতবিনিময় সভায় মালিকরা কিছু সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের অনুরোধ জানান। তাদের মতে, এসব প্রতিবন্ধকতা দূর হলে সময়মতো মানসম্মত পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করা আরও সহজ হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!