1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা: নতুন বাংলাদেশের অঙ্গীকার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন পূরণ করবই। আমরা নতুন বাংলাদেশ গঠন করবই, ইনশাআল্লাহ।”

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ বাংলাদেশের প্রতিটি গ্রাম, বাজার, গঞ্জ ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যারা জামাতে শরিক হয়েছেন, সবাইকে ঈদ মোবারক। যারা সুযোগ পাননি, তাদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন, প্রবাসী শ্রমিকেরা যারা সারা বছর কষ্ট করেছেন, এবং হাসপাতালের রোগীরা—সবার প্রতি জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাই।”

তিনি আরও বলেন, “ঈদ হলো দূরত্ব ঘোচানোর, নৈকট্য ও ভালোবাসার দিন। আমরা যেন এটি সুন্দরভাবে উদযাপন করতে পারি। আজকের দিনটি ঐক্য গড়ার দিন। আমরা চাই, এই ঐক্য যেন স্থায়ী হয়।”

তিনি মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের বীর সন্তান যারা মুক্তির জন্য আত্মত্যাগ করেছেন, আল্লাহ যেন তাদের শান্তি দেন। যারা দেশের জন্য স্বাভাবিক জীবন ত্যাগ করেছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করি।”

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, “ঐক্য ও নৈকট্যের যে যাত্রা আমরা শুরু করেছি, তা নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা অবশ্যই দেশের জন্য আত্মত্যাগকারীদের স্বপ্ন পূরণ করব এবং নতুন বাংলাদেশ গঠন করব, ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!