পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং এ তথ্য জানায়।
শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, ঈদুল ফিতর আনন্দ, ঐক্য ও কৃতজ্ঞতার প্রতীক। এটি করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে সংযুক্ত করে।
তিনি আরও বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশা করি।