অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অহেতুক বড় করা হবে না এবং বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত থাকবে।
বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাজেট বাস্তবমুখী করা হবে, প্রাইভেট সেক্টরের প্রসার ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বেশি বড় করা হবে না, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধির চেষ্টা করা হবে।
তিনি জানান, আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠার হতো, এবার তা ৫০-৬০ পৃষ্ঠার মধ্যে রাখা হবে।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমিত, তাই বাজেট বাস্তবায়নের কিছু অংশে গুরুত্ব দেওয়া হবে, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া সম্ভব নয়।