
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য তিনি শিগগিরই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মো. আসাদুজ্জামান বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী, নমিনেশন পাবো। সময়মতো পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেব।”
সূত্র জানিয়েছে, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply